Sunday, February 18, 2007

নাগরিক শক্তি, খুব ভাল নাম হয়েছে, ইউনুস স্যার !

আমি সাধুবাদ জানাই দল গঠনের আপনার এ সিদ্ধান্তকে। আমি
বিশ্বাসকরি আপনি পারবেন এবং আপনাকেই আমাদের দরকার।
আপনি একজন বিজ্ঞানী যিনি কৃষিখাতে বিজ্ঞানের ব্যাবহার ও
যোগাযোগ ব্যাবস্থা আরো জোরদার করবেন।
আমিও আপনারদলে যোগ দিতে চাই।
কাজ করতে চাই আপনার সাথে।
আমার ধারনা দেশের সবাই আপনার সাথে কাজ করতে উদগ্রীব।
আপনার দীর্ঘায়ু কামনা করি।
আসসালামু আলাইকুম।
===================================
yunus is in progress of forming a party names
NAGORIK SHAKTI
====================================

Friday, February 16, 2007

ডঃ ইউনুস সাহেব যদি খলীফা হতে চান, আমি বায়া দেবো

তিনি যদি সমাজতান্ত্রিক দল গঠন করেন, আমি সে দলে যোগ দেবো না। তিনি যদি পূঁজিবাদী দল গঠন করেন তবুও আমি সে দলে যোগ দেবো না। শুধুমাত্র , তিনি যদি ইসলামী দল গঠন করেন যাঁরা আলোচনার মাধ্যমে জনমত গঠন করে খিলাফত প্রতিষ্ঠা করবে, তবেই আমি সেই দলে যোগ দেবো। জনমত গঠন করার পর খিলাফতের ডাক দেবার কাজটাও ইউনুস সাহেবকে করতে হবে। এর পর আসবে কে খলীফা হবে তার নির্বাচনের পালা। ততদিনে নির্বাচনযন্ত্র ত্রুটিমুক্ত করে ফেলতে হবে। বিজ্ঞ আদালতের বিচারকমন্ডলী আমাদেরকে কতক মুখের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং জনগন তাদের মধ্য থেকে ভোটাভুটি করবে। এতে যেনো তেনো লোকের নির্বাচনে যাবার পথ বন্ধ হবে এবং যোগ্য ও সাধারন সব শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত হবে।
সবশেষে, তিনি যদি একান্তই পুঁজিবাদী দল গঠন করেনই, তবে একরকম বাধ্য হয়েই বলা যায় আমি তাকে অন্য আর সব দলের উপরে প্রাধান্য দেবো। যেভাবে এতদিন বিএনপি আওয়ামিলীগ এর মধ্য থেকে জনগন মন্দের ভালোটাকে ভোট দিত, সেরকম বেপার হয়ে যাবে।
====================
আরো একটা সাইটে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন >>>
www.ipetitions.com/petition/yunus

Wednesday, February 14, 2007

mr fakhruddin, the CA should continue as long as it needs...

i am ready to join with YUNUS if the ideology of his political party is islam. one of my other opinion is for fakhruddin. he is the CA right now and doing good. my point is, fakhruddin is not a politician Rather than an appointed person to accomplish a discrete mission as a caretaker govt chief.
YUNUS wants to form a political figure infront of us if people wants and ofcourse people want him because of his deeds to the world and to the country. he is the perfect man what we need right now. he is my chosen khalif and should be chosen by all.

yunus for islam

Salam sir,
I observed bangladesh political situation closely and understood that present caretaker govt solution is purely a similiar system of caliphate. The administrative structure(recently, independence of judicial department) appears to be same as in a caliphate(the political system of islam). On the other hand capitalism which we know as democracy must have polarised parties to run a state which resulted devastating and destructions of life and wealth. Mr. yunus, you are the one who achieved nobel as a bangladeshi and we needed an active and honest guide for our state.

Sir, you wanted comments from people and i am one of them. Your decision to form a political party is what our urgency. You decided absolutely right in right time but the question is what will be the ideology of your political party? if it's communism, i am not with you because politics is not to me only a person. Its the system which plays vital roles. So please declare your ideology is islam and your political figure as a caliphate, i am eager to join and work under your command.